মাদারীপুরে যেন স্বেচ্ছাসেবী সংগঠনের ছড়াছড়ি। যে যখন মনে করছে কিছু মানুষ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলছে। যার বেশিরভাগেরই নেই কোনো নীতিমালা। এগুলোর মধ্যে অনেক সংগঠন ভালো কাজ করলেও বেশিরভাগই রয়েছে নিষ্ক্রিয়। ফলে এসব সংগঠন সমাজের কোনো কাজেই আসছে না।
খোঁজ নিয়ে জানা যায়, একটা সময় হাতে গোনা কিছু সংগঠন থাকলেও বর্তমানে শুধু মাদারীপুর জেলায় এর সংখ্যা কয়েকশ। এরমধ্যে শুধু সদর উপজেলায়ই দুই শতাধিক সংগঠন। যেগুলোর বেশিরভাগেরই নেই কোনো নীতিমালা বা নিজস্ব নীতিমালা। কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে এসব সংগঠন। আবার অনেকে শুধু কমিটি করেই সীমাবদ্ধ থাকছে, সমাজে কোনো ভূমিকাই রাখছে না। কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠনের পরিচয় দিয়ে সুবিধা নিচ্ছে।
বিশেষ করে মাদারীপুরে চার-পাঁচ বছর ধরে এসব সংগঠন তৈরিতে প্রতিযোগিতা দেখা যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন দুই শতাধিক সংগঠনের মধ্যে হাতে গোনা কয়েকটিকে বিভিন্ন সময় সামাজিক কাজ করতে দেখা যায়। এগুলোর মধ্যে আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন, পাকদী নবীন যুব সংঘ, মানব কল্যাণ সংস্থা, নিরাপদ চিকিৎসা চাই, পাশে আছি মাদারীপুর, মানবিক রক্ত ব্যাংক, তারুণ্য পরিবার, তারুণ্য প্রভাত, দুরন্ত মাদারীপুর, সেবা উন্নয়ন সংস্থা, ভাই ব্রাদার্স ব্লাড ডোনেশন সোসাইটি অন্যতম।