মন ভাল নেই রাধিকার! কিসের কথা মনে করে আফসোস করছেন নায়িকা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৯:৪৯

নায়িকা মানেই সব সময় কড়া ডায়েট মেনে চলবেন, বাইরের খাবার তাঁরা ছুঁয়েও দেখেন না, তাই এত সুন্দর ছিপছিপে চেহারা ধরে রাখেন তাঁরা— অভিনেত্রীদের নিয়ে এমন ধারণা কমবেশি সকলেই রাখেন। তবে বাস্তবের ছবিটা কিন্তু আলাদা।


অবশ্যই অভিনেত্রীদর ফিটনেস ধরে রাখার জন্য কড়া ডায়েট ও অনুশাসন মেনে চলতে হয়, তবে সাধারণ মানুষের মতোই তাঁরাও নিয়মভঙ্গ করেন। বলিপাড়ার ফ্যাশন সচেতন অভিনেত্রীদের মধ্যে রাধিকা আপ্তে অন্যতম। অভিনয় থেকে পোশাক, সবেতেই রাধিকা স্বাতন্ত্র্য বজায় রাখতে পছন্দ করেন। ফিটনেস নিয়েও রাধিকা বড্ড বেশি সচেতন। তাঁর সুন্দর ছিপছিপে চেহারা নজর কাড়ে অনুরাগীদের। তাই বলে কি রাধিকা পছন্দের খাবার চেখে দেখেন না? সম্প্রতি রাধিকা ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি ভাগ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মনের আনন্দে ফুচকা উপভোগ করছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us