শ্রাবণের এই সময়ে যখন মেঘ-বৃষ্টির ঘনঘটা থাকার কথা, সেখানে গত কয়েকদিন ধরে সারাদেশে চিটচিটে গরম ভোগাচ্ছে মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আড়াই মাস এমন গরম চলতে পারে।
বুধবার টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সেপ্টেম্বর পর্যন্ত গরম এরকমই থাকবে। মাঝেমধ্যে তাপমাত্রা কম থাকতে পারে, কিন্তু গরমের অনুভূতি কম থাকবে না।”