৪০ বছর ধরে নিজেই নিজেকে পোস্টকার্ড পাঠিয়ে আসছেন এই ভ্রমণপ্রেমী নারী!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৬:৩২

ডেবরা ডোলান যখন প্রথমবারের মতো সলো ট্রিপে গিয়েছিলেন তখন তার বয়স ছিল ২১ বছর এবং তখনই তিনি প্রথম নিজেকে একটি পোস্টকার্ড পাঠান। অনেকেই হয়তো অবাক হয়ে ভাবছেন যে, নিজেই আবার নিজেকে পোস্টকার্ড পাঠানো যায় নাকি?


সালটা ছিল ১৯৭৯; সেন্ট্রাল কানাডায় বেড়ে ওঠা ডোলান সেবছর ভ্যাঙ্কুয়েভারে ঘুরতে গিয়েছিলেন। এই নগরীর সৌন্দর্য্য ও প্রাণবন্ত ভাব দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।  তার ভাষায়, 'ওখানেই আমি প্রথম এত সুন্দর পাহাড়-পর্বতমালা ও সমুদ্র দেখি।'


ভ্যাঙ্কুয়েভার ভ্রমণের এই আনন্দের মুহূর্ত কোনো না কোনোভাবে স্মৃতির পাতায় বন্দী করতে চেয়েছিলেন ডোলান। শুরুতে ডায়েরি লেখার কথা মাথায় আসলেও, তিনি এই ভ্রমণে এতটাই মজে ছিলেন যে ডায়েরি লেখার ফুরসতই পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us