এক তরুণীর সঙ্গে সম্পর্কের পর ভিডিও ছড়ানোর ভয় দেখানো এবং তার বাড়িতে গিয়ে ‘শারীরিক সম্পর্কের’ চেষ্টা করায় স্থানীয়দের মারধরে জাতীয় পার্টি-জেপি নেতা আব্দুস সালাম মিয়া ওরফে সালাম বাহাদুরের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
সেই তরুণী ও তার মাকে গ্রেপ্তারের পর বুধবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এ কে এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সাংবাদিকদের তিনি বলেন, “শনিবার মানিকগঞ্জে ওই তরুণীর বাসায় গিয়ে ‘জবরদস্তির’ সময় চিৎকারে স্থানীয়রা এসে সালামকে মারধর করে। যদিও সালামের সেখানে যাওয়ার বিষয়টি স্থানীয়রা সবাই জানতেন। তারা (মা-মেয়ে) চিৎকার করলে যেন স্থানীয়রা ছুটে আসে, এই বিষয়গুলো ছিল অনেকটা পরিকল্পিত।”