কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ২ বিলিয়ন ডলারের চুক্তি করল ইনফোসিস

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১০:৪৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় সেবা দিতে বিদ্যমান গ্রাহক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি করেছে ভারতের প্রযুক্তি কোম্পানি ইনফোসিস। এর আওতায় কোম্পানিটি পাঁচ বছর সেবা দেবে পুরোনো গ্রাহকদের।


গত সোমবার হওয়া এই চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় সেবার উন্নয়ন, আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের নাম প্রকাশ করেনি।


২০২২ সালে এআই চ্যাট বট চ্যাটজিপিটি তৈরি করে বিশ্বজুড়ে আলোড়ন তোলে মাইক্রোসফট। ইতিবাচক সাড়া পেয়ে বিশ্বের অন্যমত শীর্ষ এই প্রযুক্তি কোম্পানি এই খাতে বিনিয়োগ দ্বিগুণ করে দেয়।


ভারতে এই খাতে ইনফোসিসের অন্যতম প্রতিদ্বন্দ্বী টাটা কনসালটেন্সি সার্ভিস ২৫ হাজার প্রকৌশলীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা ও আরেক প্রতিদ্বন্দ্বী উইপ্রো ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এরপরই ইনফোসিস এমন ঘোষণা দিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us