শাস্তি এড়াতে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছে মার্কিন সেনা?

বণিক বার্তা প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০৯:২৯

পরমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনার মাঝে বেসামরিক এলাকা দিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছেন এক মার্কিন সেনা। শাস্তিমূলক ব্যবস্থার জন্য দেশে পাঠানোর পদক্ষেপের মাঝে ওই ব্যক্তি পালিয়ে যান। মার্কিন কর্মকর্তারা বলছেন, গত পাঁচ বছরে প্রথমবার কোনো মার্কিন নাগরিক উত্তর কোরিয়ায় আটক হলো। খবর দ্য গার্ডিয়ান।


সেকেন্ড র‌্যাংকের প্রাইভেট সেনা ট্রাভিস কিং এর আগে দুই মাস দক্ষিণ কোরিয়ার কারাগারে আটক ছিলেন। গত সোমবার (১৭ জুলাই) টেক্সাসের ফোর্ট ব্লিসের বাড়িতে পাঠানোর প্রক্রিয়ার মাঝে ছিলেন তিনি। দেশে ফিরলে আরো শাস্তিমূলক পদক্ষেপের সম্মুখীন হতেন ট্রাভিস।


ট্রাভিসকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিমানবন্দর ত্যাগ করে কোরিয়ান সীমান্ত গ্রাম পানমুনজোমে যৌথ নিরাপত্তা অঞ্চলের সফরে যোগ দেন।


গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে বেসামরিক নাগরিকসহ একদল দর্শনার্থীর সঙ্গে সফর করার সময় তিনি সীমান্ত পেরিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাভিস কিং উচ্চস্বরে হাসতে হাসতে ওই এলাকায় ঢুকে পড়েন। প্রথমে ভাবা হয়েছিল, তিনি মজা করছেন। কিন্তু পরে আর ফিরে আসেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us