ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত যেন ফুটবলে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। রোনালদোর পথ ধরে ছয় মাসের ব্যবধানে ইউরোপিয়ান ফুটবলের একঝাঁক তারকা পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। যেখানে করিম বেনজেমা, এনগালো কান্তে, রবার্তো ফিরমিনো ও এদোয়ার্দু মেন্দির মতো তারকারাও আছেন। বেশ জোরের সঙ্গেই শোনা যাচ্ছিল, লিওনেল মেসিও আসছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।
সৌদি আরবে না গিয়ে মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগ এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো এমএলএসের চেয়ে সৌদি লিগকে এগিয়ে রাখার কথা বলেছেন। রোনালদোর এ দাবির জবাব দিয়েছেন সাবেক এমএলএস ফুটবলার মাইক লাহোদ। তিনি বলেছেন, রোনালদো অনেক বেশি হুক্কা টেনে ফেলেছেন, তাই এসব কথা বলছেন।