You have reached your daily news limit

Please log in to continue


বেশি দামে ডলার কেনাবেচা: ডজন খানেক ব্যাংকের বিরুদ্ধে তদন্তে নামছে কেন্দ্রীয় ব্যাংক

এবার ডজন খানেক দেশি-বিদেশি ব্যাংকের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচার প্রমাণ পেয়ে অধিকতর তদন্তে নামছে বাংলাদেশ ব্যাংক।

প্রধান বিদেশি মুদ্রা ডলারের সরবরাহ সংকটের মধ্যে এ বিষয়ক নির্দেশনা অমান্য করায় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ভেঙেছে কি না।”

তদন্তে পাওয়া ফলাফলের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে ব্যাংকগুলোর নাম এবং কোন সময় তারা কত বেশি দরে ডলার বেচেছে তা বলতে চাননি। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন তিনি।

এসব ব্যাংক ডলার বিনিময়কারী ব্যাংকগুলোর সংগঠন ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া দর না মেনে বাড়তি দরে ডলার কেনাবেচা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন