ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়াকে ‘ভুল’ হিসাবে দেখা ব্রিটিশদের আনুপাতিক হার এ মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জরিপকারী সংস্থা ইউগভের এক হিসাবে উঠে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত তাদের সর্বশেষ জরিপ বলছে, সামান্য কিছু অর্থনৈতিক সুবিধার জন্য ২০১৬ সালের জুনে গণভোটে হওয়া ব্রেক্সিটের প্রতি যুক্তরাজ্যের নাগরিকদের আস্থা প্রতিনিয়তই কমছে।
ইউগভের এ জরিপে অংশ নেওয়াদের ৫৭ শতাংশই এখন ৭ বছর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়াকে ভুল সিদ্ধান্ত ছিল বলে অভিহিত করছেন; বিপরীতে ৩২ শতাংশ বলছেন, ব্রেক্সিট ঠিক ছিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।