‘মুখোমুখি অন্ধকার’ নামে একটি নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূর ও তার বড় বোন নাবিলা নূরকে। বাস্তবের মতো নাটকেও তাদেরকে বড় বোন আর ছোট বোন চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে। সাবিলা নূরের গল্পে এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এর আগে ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তার তৃতীয় গল্প।