ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া এ পদযাত্রা মিরপুর হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার সময় বাঙলা কলেজ এলাকায় পৌঁছালে পেছনের অংশে বিশৃঙ্খলা বেঁধে যায়।
পদযাত্রার সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিবেদক সুমন মাহমুদ জানান, পদযাত্রা ওই এলাকা পার হওয়ার সময় বাঙলা কলেজের ভেতর থেকে ঢিল ছোড়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাতে কয়েকজন আহত হন।
পদযাত্রায় থাকা শ্রমিক দলের কর্মী আবিদ আলী বলেন, “আমরা স্লোগান তুলে যাচ্ছি, সেই সময়ে কলেজের ভেতরে ঘাপটি মারা কিছু সরকারি দলের পাণ্ডা ইটপাটকেল মারে। আমরা ধাওয়া করার পর তারা পালিয়ে গেছে।”