বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নই থাকবে, জানালেন মিরাজ

চ্যানেল আই প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১২:৫২

ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের তিনে থেকে অনায়াসে বিশ্বকাপের টিকিট বহু আগেই কেটে রেখেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে ওয়ানডেতে জয়ের ধারা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দেখতে হয়েছে হার। ভারতের মাটিতে বিশ্বআসর শুরুর আগে লাল-সবুজের দলের জন্য যেটি সতর্কবার্তা। দুর্বলতা খুঁজে বের করতে পারাকে অবশ্য ইতিবাচক হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নটাই দলের থাকবে বললেন টাইগারদের তারকা অলরাউন্ডার।


রাজধানীর একটি হোটেলে সোমবার রাতে মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে মেয়েদের ফুটবল বিশ্বআসরটি। অনুষ্ঠানে অতিথি ছিলেন টাইগারদের জাতীয় দল তারকা মিরাজ। সেখানেই খুলে দেন দল ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মনের দুয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us