মধুচন্দ্রিমায় গেলে কী পরবেন

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১১:০২

ঘোরার সঙ্গে সাজার একটা যোগসূত্র আছে। দুটিই মন ভালো করে। আর সেই ঘোরার উপলক্ষ যদি হয় মধুচন্দ্রিমা, তাহলে তো কথাই নেই। সুন্দর পরিবেশে একে অপরের সঙ্গে সময় কাটানো, ছবি তোলা, ঘুরে বেড়ানোর মুহূর্তগুলোয় পোশাক হতে হবে আরামদায়ক। মধুচন্দ্রিমায় কোন ধরনের পোশাক পরবেন, সেই পরিকল্পনা গুছিয়ে করতে হবে। প্রয়োজনে বিয়ের আগে থেকেই প্রস্তুতি নিন। প্রস্তুতিতে যদি তাড়াহুড়া থাকে, তাহলে সেটার প্রভাব মধুচন্দ্রিমায়ও পড়বে।


সমুদ্র বা পাহাড়ের পাশে গেলে মানানসই পোশাক নিন। এই প্রতিবেদনে আমরা সমুদ্রপাড়ের পোশাক নিয়েই কথা বলব। যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখুন। সাগরের পাড় ধরে হেঁটে যাওয়ার সময় পোশাকটি জর্জেটের হলে ভালো। শিফন বা পানিতে ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমন কাপড়ের পোশাকও থাকতে পারে পরনে। সিল্কের শাড়ি বা কম ফোলানো লম্বা কাটের গাউনও রাখতে পারেন একটি বা দুটি, রাতের বিশেষ ডেটের জন্য। সিল্কের শাড়ি নিলে পরতে ঝামেলা কম হবে।


পশ্চিমা পোশাকে অভ্যস্ত থাকলে টি-শার্ট, ফতুয়ার সঙ্গে দুইটি প্যান্ট নিয়ে নিতে পারেন। থাকতে পারে স্কার্ট, টপ। এখন অনেকেই প্যান্টের সঙ্গে একই নকশার শার্ট বা পাতলা কাপড়ের জ্যাকেট পরে সামনের দিকে বোতাম খোলা রাখছেন। ভেতরে ট্যাংটপ বা বুস্টিয়ার পরছেন। স্বাচ্ছন্দ্য বোধ করলে সে ধরনের স্টাইলও করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us