যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের সহকারী গবেষণা অধ্যাপক সারা এস্ট্রাপালের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ আই-কানেক্ট। এটি ব্যবহার করে এ শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, সেলফোন অ্যাপটি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সারা এস্ট্রাপালারের নেতৃত্বে চার বছরের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে তৈরীকৃত অ্যাপটির লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যস্ততা বাড়ানো। পাশাপাশি তারা যেন শ্রেণীকক্ষে নিজেদের আচরণ নিয়ন্ত্রিত করতে সক্ষম হয়, গুরুত্ব দেয়া হয়েছে সেদিকেও। এছাড়া শিক্ষার্থীরা যেন শিক্ষকদের প্রত্যাশা অনুধাবন করতে সক্ষম হয়, সেদিকে গুরুত্ব দিয়ে অ্যাপটিতে প্রয়োজনীয় টুলসও যুক্ত করেছেন সারা এস্ট্রাপালা।