গর্ভাবস্থায় যেসব টিকা জরুরি

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১০:০৩

অন্তঃসত্ত্বা নারীর রোগবালাই গর্ভের শিশুর বৃদ্ধি ও বিকাশকে নানাভাবে বাধাগ্রস্ত করতে পারে, শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্ম নিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।


গর্ভবতী মায়ের শরীরের প্ল্যাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে অথবা সন্তান প্রসবের সময় শিশুর শরীরে কিছু জীবাণু ঢুকতে পারে। যেমন রুবেলা, টক্সোপ্লাজমা, এইচআইভি, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, হারপিস সিমপ্লেক্স, গ্রুপ বি-স্ট্রেপটোকক্কাস, করোনা, সাইটোমেগালো ভাইরাস, জিকা ভাইরাস, লিস্টেরিয়া, ভ্যারিসেলা ইত্যাদি।


এমআর টিকা


গর্ভের প্রথম তিন মাসের মধ্যে রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে নারীর গর্ভপাত, নবজাতকের মৃত্যু এবং শিশু জন্মগত জটিলতা নিয়ে জন্ম নিতে পারে। আক্রান্ত শিশুর হার্টে ছিদ্র, চোখে ছানি বা অন্ধত্ব এবং মস্তিষ্কের নানা সমস্যা দেখা দিতে পারে। যেসব মেয়ে শৈশবে বা ১৫ বছর বয়সে এমআর (হাম-রুবেলা) টিকা নেয়নি, তাদের রুবেলা প্রতিরোধে পরবর্তী সময়ে দুই ডোজ টিকা নিতে হবে। তবে গর্ভধারণের কমপক্ষে এক মাস আগে এমআর টিকা নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us