মোংলা বন্দর জেটিতে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ০৯:৪১

মোংলা বন্দর জেটিতে কাজ করার সময় কন্টেইনার পরিবহণকারী ফরক্লিপের ষ্টিল কয়েলের আঘাতে এক সিএন্ডএফ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জামাল হাওলাদার (৪৫)। নিহত শ্রমিকের বাড়ি পৌর শহরের কবরস্থান রোড এলাকায়।


সিএন্ডএফ শ্রমিক সরদার আবুল কালাম শিকদার, সহকর্মী সিএন্ডএফ শ্রমিক শাহআলম ও বন্দরে নিরাপত্তা কর্মীরা জানান, সোমবার (১৭ জুলাই) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪ নম্বর কন্টেইনার ইয়ার্ডে কাজ করছিলেন সিএন্ডএফ শ্রমিক মো. জামাল হাওলাদার। এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেটিতে থাকা কন্টেইনার ট্রাকে উত্তোলনের সময় কন্টেইনার পরিবহণকারী ফরক্লিপের ষ্টিল কয়েলের আঘাতে মাথায় ও মুখে মারাত্মক জখম পান ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বন্দর কর্তৃপক্ষ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us