ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন।
সোমবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ঢাকা-১৭ উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক অতর্কিতে প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা চালায়। ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে এবং এতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনও সমস্যা সৃষ্টি হয়নি।