জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরগুলো দিয়ে দেশটির শস্য রপ্তানির ঐতিহাসিক চুক্তিটি স্থগিত করেছে রাশিয়া।
সোমবার ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ক্রাইমিয়া সেতুতে হামলায় দুইজন নিহত এবং তাদের শিশু কন্যা আহত হয়।
ইউক্রেইন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) সোমবার এক বিবৃতিতে বলেছে, ক্রাইমিয়া সেতু ইউক্রেইনের ড্রোন হামলার লক্ষ্যস্থলে পরিণত হয়েছে।