ধনাঞ্জয়া ডি সিলভার দারুণ সেঞ্চুরির পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউসের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে সংগ্রহ তিনশ পার করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
মাত্র একশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন সাউদ শাকিল ও আঘা সালমান। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। বৃষ্টির কারণে গল টেস্টে দ্বিতীয় দিনেও পুরো খেলা মাঠে গড়ায়নি। এদিন ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে ৩১২ রানে এসে থামে শ্রীলঙ্কা। জবাব দিনে নেমে ৫ উইকেটে ২২১ রান করে দিন শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকদের থেকে এখনও তারা পিছিয়ে আছে ৯১ রানে।