তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় গত কয়েক দিন থেকে বিপর্যস্ত দিন পার করছে এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের মানুষ। এসব অঞ্চলে তাপমাত্রা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এদিকে জাপানে ৪৭টি প্রদেশের ২০টিতে ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে। খবর দ্য জাপান টাইমসের
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দেশটির রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের তাপমাত্রা জীবনের জন্য হুমকি।