সাধারণত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর ৮০ শতাংশ উপসর্গবিহীন থাকেন অথবা সাধারণ জ্বরের মতো সামান্য উপসর্গ থাকে। ৫ শতাংশ রোগীর রোগ জটিল হতে পারে এবং খুবই কম ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়। তাই সচেতন হলে দ্রুতই এই জ্বরের ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব।
শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলো হয় খুবই সাধারণ। যেমন সাধারণ সর্দি, বমি ও ডায়রিয়া—এসব হতে পারে। সাধারণত বড়দের চেয়ে ছোটদের উপসর্গের তীব্রতা কম হয়, তবে জটিলতা শিশুদেরই বেশি হয়।
ডেঙ্গুতে জ্বর ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। বিরামহীন মাথাব্যথা, হাড়, হাড়ের জোড় ও পেশিতে তীব্র ব্যথা, বমি ভাব, বমি হওয়া, গ্রন্থি ফুলে যাওয়া, সারা শরীরে ফুসকুড়ি, চোখের পেছনে ব্যথা হতে পারে। ডেঙ্গু যদি প্রথমবার আক্রান্ত করে এবং এটি যদি তরুণ বয়সী বা শিশুদের হয়, বেশির ভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না। জ্বরও থাকে না, এ রকমও হতে পারে।