গত বছরের অক্টোবরে চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিনে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে নিজের মতো করে ঢেলে সাজানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। ইতোমধ্যে টুইটারের বিজ্ঞাপনী আয় কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
টুইটারের বিজ্ঞাপনী আয়ে এমন ধসের খবর প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক নিজেই জানিয়েছেন।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে যে পরিমাণ বিজ্ঞাপনী আয় আশা করা হয়েছিল তেমনটা হয়নি বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, জুলাইয়ের আয় 'কিছুটা আশাব্যঞ্জক'।