টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রামে তথ্য শেয়ারিং প্লাটফর্ম তৈরি করবে ভেলোর অব বাংলাদেশে (ভিওবি)। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে ভেলোর অব বাংলাদেশ (ভিওবি) আয়োজিত মিশন চট্টগ্রাম অব ভিওবি শীর্ষক অনুষ্ঠানে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতারা এবং অর্থনীতিবিদদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটি তথ্য শেয়ারিং প্লাটফর্ম গঠন করার কথা ঘোষণা দেয়া হয়।
প্লাটফর্মটি স্থানীয় স্টেকহোল্ডারদের মধ্যে তথ্যভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেয়ার মাধ্যমে তাদের সহায়তা করার জন্য কাজ করবে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন, ভেলোর অব বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব, ভিওবির ট্রাস্টি এজেডএম সাইফুদ্দিন সাইফ, বিএসআরএম গ্রুপের হেড অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ফারাহ শাহরুখ রেজা।