সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে পাওয়া জয়ের রেশ টেনে নেওয়ার লক্ষ্য ছিল, কিন্তু পারেনি বাংলাদেশ। দুই প্রীতি ম্যাচেই করেছে ড্র। ট্রফি নিষ্পত্তির টাইব্রেকারে আবার হেরেও গেছে। এই না পারার পেছনের কারণ খুঁজে পেয়েছেন কোচ মাহবুবুর রহমান লিটু।
এই দুই প্রীতি ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে পা পড়ে সাবিনা-কৃষ্ণাদের। মাঝের ভাঙা-গড়ার খেলায় দায়িত্ব ছেড়েছেন ওই সময়ের কোচ গোলাম রব্বানী ছোটন। অবসর নিয়েছেন সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, সিরাত জাহান স্বপ্না। নির্ভরযোগ্য ডিফেন্ডার আঁখি খাতুন পাড়ি জমিয়েছেন চীনে।
চোটের কারণে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার ও ডিফেন্ডার মাসুরা পারভীন খেলেছেন চোট নিয়ে। এমন অগোছালো দল নিয়েই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজ খেলল বাংলাদেশ।
গত বৃহস্পতিবার দুই দলের প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। রোববার দ্বিতীয় ম্যাচের ফল গোলশূন্য ড্র। ট্রফি নিষ্পত্তির জন্য করা টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লিটু তুলে ধরেন দলের বর্তমান বাস্তবতা।