যেসব অ্যাপ স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২১:৫৮

অ্যাপ ব্যবহার ছাড়া স্মার্ট ফোনের বিশেষ কোনও গুরুত্ব নেই। কিন্তু কোন অ্যাপগুলো ফোনের চার্জ দ্রুত শেষ করে দেয়— সে সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। সাধারণত যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সচল থাকে, সেগুলো ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী।  এমনকি সেগুলো ব্যবহার না করলেও এই সম্ভাবনা থেকে যায়। আবার লোকেশন বা এমন বিভিন্ন সার্ভিস ব্যবহার করে— এসব অ্যাপও দ্রুত ব্যাটারি শেষ করে দেয়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং ও গেমিং অ্যাপও ব্যাটারি দ্রুত শেষ করার জন্য দায়ী।


নির্দিষ্ট যেসব অ্যাপ ব্যাটারি দ্রুত শেষ করতে পারে তার মধ্যে রয়েছে— ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ। কেননা, এগুলোতে লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা ও কন্টাক্টস ব্যবহারের পারমিশন থাকে। এছাড়া স্পটিফাই, নেটফ্লিক্স ও অ্যামাজন অ্যাপও ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে ফেলে বলে জানায় ডেকলুটারের বিশেষজ্ঞরা।


এগুলো ছাড়াও উবার এবং অ্যামাজন অ্যাপ দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। উবার অ্যাপে লোকেশন, মাইক্রোফোন ও মিডিয়া অ্যকসেসের প্রয়োজন হওয়ার কারণে এমনটা হয়ে থাকে। আর গেমিং অ্যাপের মধ্যে রয়েছে ক্যান্ডি ক্র্যাশ। এছাড়া মেটার নতুন অ্যাপ থ্রেডসও ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us