উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

সমকাল প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২২:০১

রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং বগুড়ায় নদনদীর পানি কমতে শুরু করেছে। বেশির ভাগ নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আপাতত বন্যার শঙ্কা নেই।


বগুড়া জেলা পাউবো সূত্র জানায়, রোববার থেকে যমুনার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পাশের বাঙ্গালী নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ২ দশমিক ৯২ মিটার নিচ দিয়ে। বগুড়ায় এ বছর যমুনার তীরবর্তী এলাকার ৭৯টি ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করা হয়। এর মধ্যে কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনে পাহাড়ি ঢলে বগুড়ার তিন উপজেলার যমুনা নদীর বাঁ তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কাজলা ও ধুনট উপজেলার ভান্ডারবাড়ির বেশকিছু এলাকায় বাঁধ ও ঘরবাড়ি ভেঙে গেছে। তলিয়ে গেছে পাট, আউশ ধানসহ ফসলের ক্ষেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us