সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এতে অংশীদার করেছেন ছোটবোন নূপুর শ্যাননকে। তবে সবাইকে চমকে দিয়ে কৃতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাখেছেন ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’। কৃতির প্রযোজনা সংস্থার এই নামেই প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতি ফিরে পেয়েছেন নেটিজেনরা।
ভক্ত অনুরাগীদের দাবি, প্রয়াত অভিনেতা নিজের বেশির ভাগ পোস্টেই এই চিহ্ন ব্যবহার করতেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন। জানালেন, আসলে তেমন কিছু নয়! নিজের জীবনের সঙ্গে মিলিয়েই নাম রেখেছেন তার প্রযোজনা সংস্থার।