কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ছিলেন ইলকায় গুন্দোয়ান। গত মৌসুমেও ক্লাবটির ট্রেবল জয়ের অন্যতম সারথি ছিলেন এই জার্মান মিডফিল্ডার। কিন্তু দলবদলের শুরুতেই সিটি ছেড়ে গুন্দোয়ান পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়।
পেপ গার্দিওলা ও সিটি চেষ্টা করেও ধরে রাখতে পারেনি তাঁকে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে বার্সায় যাওয়া গুন্দোয়ান এবার জানিয়েছেন নিজের দলবদলের কারণ। পাশাপাশি স্প্যানিশ ক্লাবটির হয়ে দারুণ কিছু করার প্রত্যাশার কথাও বলেছেন গুন্দোয়ান।
২০১৬ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে আসেন গুন্দোয়ান। বরুসিয়ার হয়ে লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন এই জার্মান তারকা। সিটিতে এসে দ্রুত গার্দিওলার অন্যতম অস্ত্রও হয়ে উঠেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। গত ৭ বছরে সিটির হয়ে ৫টি প্রিমিয়ার লিগ শিরোপা, ১টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লিগ কাপ এবং ২টি এফএ কাপ জেতাতেও দারুণ অবদান রেখেছেন এই মিডফিল্ডার। তবে নতুন কিছু করার চ্যালেঞ্জ নিতে শেষ পর্যন্ত নিজের সেরা ছন্দে থাকার সময়েই সিটিকে বিদায় বলে দিলেন গুন্দোয়ান।