বুবলীকে দূরে সরিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন— এমন গুঞ্জনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেল এবার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি। ছেলেকে নিয়ে পেতেছেন নতুন ‘সংসার’।
ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিনমুলুকের ফ্লাইট ধরেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।
এবার সেই অনুমানের সত্যতা মিলছে ক্রমশ। জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এর পর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এর পর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে উঠেন এবং বাসার উদ্দেশে চলে যান।
শুধু তাই নয়, ভিডিও সূত্র বলছে— নিউইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে শাকিব নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত!