বর্ষায় পরিবেশ হয়ে যায় স্যাঁতসেঁতে। সেলফে সাজিয়ে রাখা বইগুলোর দিকে এই সময় তাই একটু বাড়তি নজর দেওয়া চাই। জেনে নিন বর্ষার সময় বইয়ের যত্নে কী করবেন, কী করবেন না।
১. বর্ষার আবহাওয়ায় ড্যাম্পের হাত থেকে বই বাঁচাতে রোদে দিন মাঝে মাঝে। এতে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও কমবে।
২. বর্ষার সময় বইয়ে পোকামাকড় অথবা উই ধরার আশঙ্কা থাকে। পাতার ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রেখে দিন। পোকা ধরার ঝুঁকি কমবে।
৩. বই ভালো রাখার আরেকটি উপায় হচ্ছে মলাট দিয়ে রাখা। বই সেলফে রাখার আগে ভালো করে মলাট করে নিন। এতে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বই।
৪. বইয়ের সেলফ দেয়াল ঘেঁষে না রেখে একটু জায়গা ফাঁকা রাখুন। এতে দেয়াল ড্যাম্প হয়ে গেলেও বইয়ের ক্ষতি হবে না।
৫. বইয়ের র্যাক ও বই পরিষ্কার করবেন দুই সপ্তাহে অন্তত একবার।
৬. খুব স্যাঁতসেঁতে ঘর বা যেখানে আলোবাতাস ঠিক মতো প্রবেশ করতে পারে না, এমন ঘরে বইয়ের সেলফ রাখবেন না।