বিদ্যুচ্চালিত প্রথম পিকআপ সাইবারট্রাক আনার ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠানটির গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাক নামের এই বৈদ্যুতিক পিকআপ উৎপাদন করা হচ্ছে।
গতকাল শনিবার টুইটার বার্তায় সাইবারট্রাক আনার বিশেষ এ ঘোষণা দেয় টেসলা। একটি ছবিসহ টুইটে লেখা হয়, ‘গিগা টেক্সাসে উৎপাদিত প্রথম সাইবারট্রাক।’ ছবিতে সাইবারট্রাক ঘিরে উচ্ছ্বসিত কারখানার কর্মীদের দেখা গেছে। ফলে সাইবারট্রাকের পুরো অংশ দেখা যাচ্ছে না। দৃশ্যমান অংশ থেকে বোঝা যাচ্ছে, সাইবারট্রাকের ছাদ কাচের। বাঁ দিকে রয়েছে বিশালাকৃতির ওয়াইপারসহ উইন্ডশিল্ড। পেছনের অংশটি প্রচলিত ট্রাকের মতো। এ ছাড়া একটি জানালাও দেখা যাচ্ছে। অর্থাৎ বিদ্যুচ্চালিত পিকআপটি দেখতে বিভিন্ন সময়ে প্রদর্শিত সাইবারট্রাকের নমুনার মতোই। ২০১৯ সালে প্রথম সাইবারট্রাকের নমুনা উন্মোচন করা হয়। তখন থেকে বিদ্যুচ্চালিত এই পিকআপ নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়।