ফারহান আহমেদ জোভান জনপ্রিয় টিভি অভিনেতা। ঈদে রোমান্টিক ও কমেডি ছাড়াও গল্পনির্ভর বেশ কিছু কাজে দেখা গেছে তাঁকে। ঈদের ব্যস্ততা শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। নতুন নাটক, থাইল্যান্ড সফর ও সাম্প্রতিক বিষয় নিয়ে জোভানের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
ঈদের নাটক নিয়ে কেমন সাড়া পেলেন?
গত ঈদের মতো এবারও আমার অভিনীত নাটকগুলো নিয়ে বেশ সাড়া পাচ্ছি। এখনো আমার সব নাটক প্রচার হয়নি। যে কটি প্রচার হয়েছে তা নিয়ে দর্শকের আগ্রহ দেখতে পাচ্ছি।