গত কয়েক দিনের ভারী বৃষ্টি এবং তীর উপচে যমুনার পানি দিল্লির অলিগলিতে প্রবেশ করেছে। এতে দুর্ভোগ ক্রমেই বাড়ছে দিল্লিবাসীর। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের রাজধানীর সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। যমুনার তীরে রিং রোডে এই শ্মশান। যে কারণে প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতে বিপাকে পড়ছেন দিল্লিবাসী।
শুক্রবার (১৪ জুলাই) দিল্লির মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে নিগমবোধ ঘাট, গীতা কলোনি, ওয়াজিরাবাদ, সরাই কালে খানে শ্মশান বন্ধ করা হয়েছে। শেষকৃত্যের জন্য অন্য শ্মশানগুলোতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যেসব শ্মশানে শেষকৃত্য করা যাবে সে তালিকাও দিয়েছেন তিনি।