ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকার ইঙ্গিত মিলছে ভারতীয় গণমাধ্যমে।
মমতাকে ফোন করে এ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কিন্তু তৃণমূল সূত্রে বলা হচ্ছে, মমতা তার পায়ে অস্ত্রোপচারের পর খুব বেশি ধকল নিতে চাইছেন না। রয়েছে চিকিৎসকদের নিষেধাজ্ঞাও। তারপরও বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই বিরোধীদের বৈঠকে তিনি থাকতে চাচ্ছেন। তাই মমতা বেঙ্গালুরু যাবেন ঠিকই, তবে পায়ে খুব বেশি চাপ নেওয়া সম্ভব হবে না তার।