‘কৌশল পাল্টে ঘুরপথে’ টেকনাফ থেকে মাদক যাচ্ছে সারা দেশে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১৮:০৫

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কক্সবাজারের টেকনাফ ও আশপাশের এলাকা থেকে ঘুর পথে সারা দেশে মাদক সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা।


পৃথক চারটি অভিযানে ৪১ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, কক্সবাজার থেকে সরাসরি ঢাকার পথে এখন আর মাদক আনছে না কারবারিরা। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের ফাঁকি দিতে তারা কক্সবাজার থেকে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি কিংবা চট্টগ্রামে চলে যান। সেখানে কিছুদিন অবস্থানের পর বিভিন্ন উপায়ে তারা ঢাকায় মাদকের চালান নিয়ে আসেন।


ঢাকার গাবতলী, মিরপুর ও সদরঘাট এলাকা থেকে বৃহস্পতিবার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর এই সংবাদ সম্মেলন ডাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us