জয়সওয়ালের কীর্তি গড়ার দিনে ভারতের লিড

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১০:৫৭

ডমিনিকা টেস্টটি এখন ভারতের নিয়ন্ত্রণে। অভিষিক্ত জশস্বী জয়সওয়ালের রেকর্ড গড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ১৬২ রানের লিড নিয়ে বড় স্কোরের পথে রয়েছে ভারতীয় দল।


দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৩১২! জয়সওয়াল ১৪৩ রানে অপরাজিত, কোহলি অপরাজিত ৩৬ রানে।ক্যারিবীয়দের ১৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ৮০ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। ৮০ রানের উদ্বোধনী জুটি নিয়ে দ্বিতীয় দিনটা টেস্ট মেজাজে পার করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। উপহার দিয়েছেন ২২৯ রানের পার্টনারশিপ। তাতে নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যরকম কীর্তিও গড়েছেন তারা। এবারই প্রথম ভারত কোনও উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে লিড নিতে পেরেছে।ভারতের আধিপত্য থাকলেও এই পিচে রান করা মোটেও সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৯ বোলার ব্যবহার করেছিলেন। সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল রাকিম কর্নওয়ালকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us