২৬ যুদ্ধবিমান ও ৩ সাবমেরিন কিনতে ফ্রান্সে মোদি

সমকাল প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১০:৩২

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি ফ্রান্সের বাস্তিল দিবসের প্যারেডে প্রধান অতিথি থাকবেন।ফ্রান্সে মোদির এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সই হবে বলে ধারণা করা হচ্ছে।ফ্রান্সের অনলাইন সংবাদমাধ্যম ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি তার এবারের ফ্রান্স সফরে আরও ২৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি তিনটি স্কর্পেন-ক্লাস সাবমেরিন কেনার জন্য চুক্তি করবেন।


ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ইতোমধ্যে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান ও তিনটি স্কর্পেন-ক্লাস সাবমেরিন কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে। এই ২৬টি যুদ্ধবিমানের মধ্যে ২২টি হবে একক আসনের রাফাল মেরিন এয়ারক্র্যাফট। বাকি চারটি টুইন-সিটার ট্রেনার এয়ারক্র্যাফট।প্রসঙ্গত, ফরাসি অস্ত্রের অন্যতম ক্রেতা ভারত। এর আগে মোদি ২০১৫ সালে ফ্রান্স সফরে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us