আইফেল টাওয়ারে চালু হচ্ছে ইউপিআই, মোদীর ডিজিটাল অর্থনীতির পথে হাঁটতে চলেছে ফ্রান্স

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১০:১৯

বড় শপিং মল থেকে পাড়ার পানের দোকান, সর্বত্রই এখন কিউআর কোডের উপস্থিতি। নরেন্দ্র মোদীর জমানায় ডিজিটাল লেনদেন ছড়িয়ে পড়েছে ভারতের সর্বত্র। এ বার ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেজ়)-এর স্রোতে গা ভাসাতে চলেছে ফ্রান্স।


সে দেশে গিয়ে মোদী শুক্রবার জানালেন, প্যারিসের আইফেল টাওয়ারে চালু হচ্ছে ফ্রান্সের প্রথম ইউপিআই। ভারতের পথ ধরে সিঙ্গাপুরে প্রথম চালু হয়েছিল ইউপিআই ব্যবস্থা। পরে ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, ওমানের মতো দেশে ভারতীয় ডিজিটাল মাধ্যম এবং রুপে কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন শুরু হয়। এ বার ফ্রান্স তা গ্রহণ করতে চলেছে। শুক্রবার প্যারিসে ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সভায় মোদী এ কথা জানিয়ে বলেন, ‘‘ইউপিআই ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স। আগামী দিনে আইফেল টাওয়ারে তা চালু হবে। এর ফলে সুবিধা পাবেন ভারতীয় পর্যটকেরা।’’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us