সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত

আজকের পত্রিকা প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ০৯:৫০

সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত সোমবার (১০ জুলাই) কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে এ কাজের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে দেশটি।


মানুষের মধ্যে ইসলামি মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা কেএনএ। দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর কাজ চলছে জানিয়ে বলেন, কুয়েতের ওয়াক্‌ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us