সবকিছুই আপন গতিতে এগিয়ে চলেছে। প্রতিবাদহীন সমাজে মানুষের ব্যক্তিগত হাহাকারকে উপেক্ষা করে সুসংগঠিত সিন্ডিকেট তার কাজটি করেই চলেছে। কিছুই থামছে না। সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত বিষয়টি জানা। তাঁরাও কিছু করতে পারছেন না। উল্টো শর্ষের ভূতের এই লুণ্ঠনে বিপুল পরিমাণ অর্থ কামিয়ে নিচ্ছে ওই সিন্ডিকেট।
দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বাংলাদেশ ব্যাংকও অর্থ পাচারের অবাধ ছিদ্রটি বন্ধ করতে পারছে না। একদিকে কাঁচা মরিচের দাম বাড়ছে, অন্যদিকে বাসভাড়া বলগাহীন। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের বেতনও অসহনীয়ভাবে বেড়ে চলেছে। রাষ্ট্রের কত কর্মকর্তা টাই-স্যুট-পাঞ্জাবি পরে কোটি টাকার গাড়িতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।