আদৌ কি শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যা পরিহার করা সম্ভব?

প্রথম আলো দেলোয়ার হোসেন প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৬:০২

এই উপমহাদেশে সুদীর্ঘ ব্রিটিশ শাসনামল আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় যেমন অন্তরায় সৃষ্টি করেছিল, এই দেশের কুটির শিল্পকে ধ্বংস করে দিয়েছিল, এই উপমহাদেশকে করেছিল তাদের উৎপাদিত পণ্যের কাঁচামাল সংগ্রহের কারখানা, তেমনি আমাদের শিক্ষাব্যবস্থায়ও ব্রিটিশ শাসনামল বিরূপ প্রভাব ফেলেছে। ব্রিটিশরা এ দেশে শিক্ষিত, মননশীল ও সৃজনশীল জাতি গঠনের দিকে মনোযোগ না দিয়ে স্রেফ তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য একদল সুবিধাভোগী এবং সিভিল সার্ভিস গঠনে মনোযোগী ছিলেন।


বর্তমানে আমাদের দেশের হাতে গোনা কিছু শিক্ষার্থী বাদে বেশির ভাগ শিক্ষার্থীর লক্ষ্য থাকে, পড়ালেখা করে চাকরি গ্রহণের মাধ্যমে আর্থসামাজিক মুক্তি লাভ করা। এ দেশে প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নামের কুরুক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অথচ কম আসনসংখ্যার কারণে খুব কমসংখ্যক ছাত্রছাত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us