নারী পাইলটকে নিয়ে জ্যোতিকার সিনেমা, বাজেট ৩ কোটি

সমকাল প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৬:৩১

বাস্তাব ঘটানাকে কেন্দ্র করে সিনেমা ও ওয়েব সিরিজের দিকে বেশি ঝুঁকছেন পরিচালক-প্রযোজরা। অবশ্য তার পেছনে কারণ খুঁজলে দেখা যায় এই ধরনের সিনেমাগুলো দর্শক বেশি গ্রহণ করছে। বিশেষ করে গত কয়েক বছরে  ‘পরান’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’ ‘মিশন এক্সট্রিম’ ‘সুড়ঙ্গ’ তার জলন্ত উদাহরণ। ফের আসছে সেই ধাঁচের আরও একটি সিনেমা।বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক, বৈমানিক ফারিয়া হোসেন লারা।


১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর আগুন লেগে এয়ার পারাবতের বিমানটি ঢাকার পোস্তগোলায় বিধ্বস্তে লারাসহ দুজন নিহত হন। সেই লাকাকে নিয়ে সিনেমা প্রযোজনা করছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এটি পরিচালনা করবেন শেখর দাশ।ফারিয়া লারার মা প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাবা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। মেয়েকে নিয়ে ২০০৬ সালে ‘লারা’ নামের একটি উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us