প্রথমবার বড় পর্দায় পা রেখেই বাজিমাত করেছেন অভিনেতা আফনার নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে তার বড় পর্দায় অভিষেক হল। তার নিজ বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। সেখানে সিনেমা হল না থাকায় এলাকাবাসী ঈদের দিন থেকে অস্থায়ী হল তৈরি করে টিকিটের বিনিময়ে ‘সুড়ঙ্গ’ দেখাচ্ছে!
এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সিনে অঙ্গনেও। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যার পর আয়োজকদের আমন্ত্রণে ভূঞাপুরে যান নিশো। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফী ও নায়িকা তমা মির্জা।
ভূঞাপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নিশোকে সংবর্ধনা দেয়া হয়। এসময় দূর দূরান্ত থেকে হাজার হাজার নিশো ভক্তদের দেখা যায়। অনুষ্ঠানে সবার উদ্দেশে কথা বলেন নিশো, রাফী ও তমা। শুধু সিনেমা নিয়েই নয়, কথা বলার এক পর্যায়ে নিশো স্মৃতিকাতর হয়ে উঠেন তার প্রয়াত বাবাকে নিয়ে।