কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পদে ৮ কর্মকর্তার পদোন্নতি

সমকাল প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১০:০১

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন দুই কর্মকর্তা। এ ছাড়া ছয় কর্মকর্তা পরিচালক হয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এখনও এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়নি। প্রথা অনুযায়ী প্রত্যেকে মানবসম্পদ বিভাগে যোগদান করেছেন বলে জানা গেছে।


নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মো. আলী আকবর ফরাজী এবং আইন বিভাগের পরিচালক মো. আমজাদ হোসেন খান। তারা ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।


অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, অফসাইট সুপারভিশন বিভাগের প্রদীপ রঞ্জন দেবনাথ, চট্টগ্রাম অফিসের অসীম কুমার চৌধুরী, অফসাইট সুপারভিশন বিভাগের নাসিমা সুলতানা, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দেবাশীষ চক্রবর্তী এবং বৈদেশিক মুদ্রানীতি বিভাগের দেবাশীষ সরকার। তারা ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us