ঢাকা বিশ্ববিদ্যালয়: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। শুধু একটি দিন নয়, যার সঙ্গে জড়িয়ে আছে বাঙালি জাতির অস্তিত্ব। সংখ্যাগরিষ্ঠ হয়েও পাকিস্তানি শাসকরা বাংলা মায়ের মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। যার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল ছাত্রসহ মুক্তিকামী জনতার। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র প্রাণ উৎসর্গকারী এ জাতির স্বাধীনতাসহ সব গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগায় এ আত্মত্যাগ।