বর্ষাকালে যতই জল-কাদা বাঁচিয়ে চলার চেষ্টা করুন না কেন, জুতো নোংরা হবেই। কোনও কোনও জুতো এমনই যে, তা থেকে সমানে পায়ে কাদা উঠতে থাকে। বাড়ি ফিরে জুতো জোড়া যদি বাইরে খুলেও রাখেন।
পা তো ধুয়ে ঢুকতে পারবেন না। সে ক্ষেত্রে ঘরের মেঝে নোংরা হবেই। তার উপর যদি বাড়িতে খুদে থাকে, তা হলে তো কথাই নেই। সেই নোংরা মেঝে কখনও তার খাবার থালা, আবার কখনও তার আঁকার খাতা হয়ে ওঠে। অনেকেই হয়তো বলবেন, সারা দিনে মেঝে দু’বার মোছার পরেও কি এই পরিমাণ রোগ-জীবাণু থাকতে পারে? আরও পড়ুন: মেথি-মৌরির গাছ হতে পারে ফ্ল্যাটের জানলাতেও, কী করতে হবে? মনের মতো করে নিজের শৌচাগার সাজাতে চান? তার আগে জেনে নিন অন্দরসজ্জার ৫ বিষয় বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে পেটের রোগের বাড়বাড়ন্ত হওয়ার অন্যতম একটি কারণই হল মেঝেতে থাকা জীবাণু।