ঢাকা: তারল্য সংকট পুঁজিবাজারে সমস্যা তৈরি করেছিল। তারল্য সংকট কমতে শুরু করেছে, পুঁজিবাজারেও সমস্যা কমছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে পুঁজিবাজার নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, তারল্য কমে যাওয়ার কারণে ব্যাংকগুলো এলসি খুলতে শেয়ারবাজারে বিনিয়োগ সীমার ২৫ শতাংশের ১২/১৩ শতাংশ নামিয়ে এনেছিল; পুঁজিবাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিল। ব্যাংকগুলোতে তারল্য বৃদ্ধি পাওয়ার কারণে তারা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়িয়ে আবার ১৬ শতাংশ করেছে।