বর্ষার সময় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে সেবোরিক ডারমাটাইটিস ও খোসপাঁচড়া অন্যতম। কেন ত্বকে এই রোগ হয় ও প্রতিকার কী কী জেনে নিন।
সেবোরিক ডারমাটাইটিস
বর্ষায় সেবোরিক ডারমাটাইটিস রোগের প্রকোপ বাড়ে। মাথার ত্বক, ভ্রু, মুখমন্ডল, নাকের দুইপাশ, বুকের ও পিঠের মাঝখানে ছোট ছোট দানার মতো দেখা দেয় ফুসকুড়ি। যা অনেকটাই তৈলাক্ত ও হলুদাভ। প্রচন্ড চুলকানির সঙ্গে মাথার চুল পড়া বেড়ে যাওয়া, ত্বকে জ্বলুনি দেখা দেয় যা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। মূলত ণবধংঃ নামক এক ধরনের ছত্রাক যা দ্রুত বংশবৃদ্ধি করে এবং বিরূপ আচরণ শুরু করে। ফলাফল খুসকি, চুলকানি, জ্বলুনি, লাল হয়ে যাওয়া ইত্যাদি যা কেড়ে নেয় শরীরের সমস্ত স্বস্তি।
পাচড়া
Sarcopties Scabie নামক এক ধরনের পরজীবী যা দেখতে অনেকটা অতি ক্ষুদ্র কছ্বপের মতো শরীরের বিভিন্ন স্থানে দানা দানা সৃষ্টি করে যার চুলকানির তীব্রতা রীতিমতো ভয়ংকর। চুলকানির তীব্রতা সাধারণত রাতে মারাত্মক হয়। এটি এত বেশি ছোঁয়াচে যে একজনের হলে পরিবারের সবাই আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে চিকিৎসা সময়মতো না হলে সহজেই কিডনি জটিলতার সৃষ্টি করে।