লিগ চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শুরুর ম্যাচে গ্যালারিতে সমর্থকদের পাচ্ছে না বার্সেলোনা। লা লিগায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গেতাফে। ২০১৭ সালের একটি ঘটনায় ক্লাবটি শাস্তি পাওয়ায় ম্যাচটিতে কোনো দর্শক থাকবে না।
ফুটবল এসপানা তাদের সোমবারের প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তেনেরিফের বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচে ‘গেতাফের সমর্থকদের একটি অংশের’ স্টেডিয়ামে শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও আপত্তিকর গান গাওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় ক্লাবটি।